এক আকাশের তারা


এক আকাশের তারা
Title: Ek Akasher Tara
কন্ঠঃ আইয়ুব বাচ্চু
অ্যালবামঃ নদীর বুকে চাঁদ


এক আকাশের তারা তুই একা গুনিস নে
গুনতে দিস তুই কিছু মোরে। (২)
ওরে সব ভালো তুই একা বাসিস নে
একটু ভালোবাসতে দিস মোরে। (২)
পুরো জোছনা তুই একা পোহাস নে
সঙ্গে নিস রে তুই মোরে। (২)
ওরে সব ভালো তুই একা বাসিস নে
একটু ভালোবাসতে দিস মোরে। (২)

হৃদয় নায়ে চড়বি যখন বৈঠা দিস রে তুই মোরে,
ভাসবো নাহয় দুজন মিলে স্বপ্নলোকে চল সুখের ঘোরে।
ওরে সব ভালো তুই একা বাসিস নে
একটু ভালোবাসতে দিস মোরে।।(২)

দুখের বোঝা বইবি যখন স্বরণ করিস রে তুই মোরে,
আসবো ছুটে তোর কাছে যেখানে থাকি আমি যত দূরে।
ওরে সব ভালো তুই একা বাসিস নে
একটু ভালোবাসতে দিস মোরে। (২)

এক আকাশের তারা তুই একা গুনিস নে
গুনতে দিস তুই কিছু মোরে। (২)
ওরে সব ভালো তুই একা বাসিস নে
একটু ভালোবাসতে দিস মোরে। (২)

1 Comments

Previous Post Next Post