গুরু ঘর বানাইলা কী দিয়া


গানঃ গুরু ঘর বানাইলা কী দিয়া
Title: Guru Ghor Banaila Ki Diya
শিল্পীঃ জেমস
কথাঃ প্রিন্স মাহমুদ



গুরু ঘর বানাইলা কী দিয়া?
দরজা জানলা কিছু নাই,
কেমনে তোমায় দেখতে পাই?
ঘর বানাইলা কী দিয়া। (২)
গুরু ঘর বানাইলা কী দিয়া।।

এইখানেতে আমি ছাড়া
আর থাকে না কেহ,
পোকা মাকড় খেয়ে গেল
সুন্দর এই দেহ।
তোমার কাছে চাইরে পানা,
কইরো না কইরো না মানা।
কই গুরু কান্দিয়া।
কই গুরু কান্দিয়া।
ঘর বানাইলা কী দিয়া।
গুরু ঘর বানাইলা কী দিয়া?
দরজা জানলা কিছু নাই,
কেমনে তোমায় দেখতে পাই?
ঘর বানাইলা কী দিয়া।
গুরু ঘর বানাইলা কী দিয়া।।

আমার রূহ আমার মাঝে
নাই তো এখন গুরু,
করতে হবে আজ থেকে হায়
নতুন জীবন শুরু।
রোজ কেয়ামত আসবে কবে?
সাজার মেয়াদ শেষ কি হবে?
মুক্তিরও সাধ নিয়া।
মুক্তিরও সাধ নিয়া।
ঘর বানাইলা কী দিয়া।
গুরু ঘর বানাইলা কী দিয়া?
দরজা জানলা কিছু নাই,
কেমনে তোমায় দেখতে পাই?
ঘর বানাইলা কী দিয়া।

গুরু ঘর বানাইলা কী দিয়া?
দরজা জানলা কিছু নাই,
কেমনে তোমায় দেখতে পাই?
ঘর বানাইলা কী দিয়া।
গুরু ঘর বানাইলা কী দিয়া।।

Post a Comment

Previous Post Next Post