বালক


গানঃ বালক
Title: Balok
শিল্পীঃ প্রীতম আহমেদ
গীতিকার ও সুরকারঃ প্রীতম আহমেদ



তুমি যে বন্ধু ফ্যালফ্যাল করে দেখছ তন্বী তরুনী,...
তুমি যে বন্ধু ফ্যালফ্যাল করে দেখছ তন্বী তরুনী,
খুব সাবধানে তাকিও কারণ পাশেই দুঃখ সরণি। (২)
ভুল পথে যদি চলো
আর ভুল জনে বাসো ভালো (২)
সারাটি জীবন কাঁদতে হবে জেগে দিবস রজনী।
তুমি যে বন্ধু,...
তুমি যে বন্ধু ফ্যালফ্যাল করে দেখছ তন্বী তরুনী,
খুব সাবধানে তাকিও কারণ পাশেই দুঃখ সরণি।

হয়তো ভাবছ ঐ মেয়েটার মনটা সরল সোজা,
কাছে গেলেই বুঝবে যেন সাগরে মুক্তো খোজা।
তুমি আমি তো নস্যি স্বয়ং জনাব কপার্নিকাস,
নারী হৃদয়ের চাইতে ভালো বুঝত মহা-আকাশ। (২)
নিউটনও তাই নারী বিষয়ক কোন সুত্রই করেনি, (২)
খুব সাবধানে তাকিও কারণ পাশেই দুঃখ সরণি।
তুমি যে বন্ধু,...
তুমি যে বন্ধু ফ্যালফ্যাল করে দেখছ তন্বী তরুনী,
খুব সাবধানে তাকিও কারণ পাশেই দুঃখ সরণি।

প্রেমের প্যাকেজ ফোন কোম্পানী ছাড়ছে রোজ রোজ,
ফ্রী টকটাইম পেয়েইও করছ মেয়ে বন্ধুর খোঁজ।
মুচকি কোন হাসি দেখেই ভাবছ বাজিমাত,
সম্ভাবনা শতভাগ তুমি হতে পারো বরবাদ। (২)
প্রেমের দেবতা কিউপিড তাই তীর ছুড়েও ছোড়েনি, (২)
খুব সাবধানে তাকিও কারণ পাশেই দুঃখ সরণি।
তুমি যে বন্ধু,...
তুমি যে বন্ধু ফ্যালফ্যাল করে দেখছ তন্বী তরুনী,
খুব সাবধানে তাকিও কারণ পাশেই দুঃখ সরণি।
ভুল পথে যদি চলো
আর ভুল জনে বাসো ভালো (২)
সারাটি জীবন কাঁদতে হবে জেগে দিবস রজনী।
তুমি যে বন্ধু,...

Post a Comment

Previous Post Next Post