আসবার কালে আসলাম একা
Title: Asbar Kale Aslam Eka
কন্ঠঃ জেমস
ছবিঃ মনের সাথে যুদ্ধ
আসবার কালে আসলাম একা
যাইবার কালে যাব একা
মাঝে মাঝে মনরে বলি
চক্ষু মেইলা কী দেখলা?
মন বলে দুনিয়াদারি
ঝকমারি এক খেল,
পৃথিবীটা মানুষেরই
দুই দিনেরই এক জেল।
দুই দিনেরই এক জেল।
দুই দিনেরই এক জেল।
দুই দিনেরই এক জেল।
দুই দিনেরই এক জেল।
সেই জেলেরই জেলার একজন
নাড়েন কলকাঠি
তাহার হুকুম না মানিলে
সব কিছুই তো হয় মাটি।(২)
মন বলে দুনিয়াদারি
ঝকমারি এক খেল,
পৃথিবীটা মানুষেরই
দুই দিনেরই এক জেল।
দুই দিনেরই এক জেল।
দুই দিনেরই এক জেল।
দুই দিনেরই এক জেল।
দুই দিনেরই এক জেল।
দীন ভিখারী আমি একজন
আশায় তার থাকি,
দেয় না দেখা,কয় না কথা
সুভঙ্করের ফাকি।(২)
মন বলে দুনিয়াদারি
ঝকমারি এক খেল,
পৃথিবীটা মানুষেরই
দুই দিনেরই এক জেল।
দুই দিনেরই এক জেল।
দুই দিনেরই এক জেল।
দুই দিনেরই এক জেল।
দুই দিনেরই এক জেল।
আসবার কালে আসলাম একা
যাইবার কালে যাব একা
মাঝে মাঝে মনরে বলি
চক্ষু মেইলা কী দেখলা?
মন বলে দুনিয়াদারি
ঝকমারি এক খেল,
পৃথিবীটা মানুষেরই
দুই দিনেরই এক জেল।
দুই দিনেরই এক জেল।
দুই দিনেরই এক জেল।
দুই দিনেরই এক জেল।
দুই দিনেরই এক জেল।