গল্পঃ বিচ্ছু ছাত্রী
লিখাঃ সানজিদা রহমান
টিউশনি করাতে গিয়ে দেখি ছাত্রী উধাও। কিছুক্ষণ ওয়েট করার পর খেয়াল করলাম জানালা দিয়ে ধপাস করে ফ্লোরে কি যেন একটা পড়ে গেলো।ভয়ে পেয়ে তাকিয়ে দেখি এমা! এ ত আমার ছাত্রী নিপা। দোয়া কালাম পড়ে বুকে ফু দিয়ে জিজ্ঞেস করলাম," কি ব্যাপার নিপা? কোথায় গিয়েছিলে?? আর এইভাবে জানালা দিয়ে কেন আসলে? ভয় পাইয়িয়ে দিয়েছো একেবারে।" নিপা আমতা আমতা করে বলছে," কোথাও না ত ম্যাম।ওই একটু বাগানে গিয়েছিলাম।" বুঝতে পারছি মিথ্যা কথা বলছে। আমি রাগ করে বললাম," সত্যি কথা বলো নিপা।নইলে কিন্তু আম্মুকে সব বলে দিব" নিপা ভয় পেয়ে অন্যরুমে চলে গেলো। এর মধ্যেই আমার ফোনে একটা মেসেজ, " এই যে নিপার ম্যাম, আমি নিপার বড় ভাই।আপনাকে আমার অনেক ভালো লাগে। একটু কথা বলা যাবে?" আমি ত খুশিতে আত্নহারা! নিপার ভাই অনেক হ্যান্ডসাম। লম্বা, চাপ দাড়িওয়ালা একদম ফিট একটা ছেলে। আমিও তাকে মনে মনে খুব পছন্দ করি। পড়াতে আসলে হঠাৎ দুই একবার চোখ পড়ে যায় চোখে।কি যে খুশি লাগছে আমার এসব ভেবে।ওও আমাকে পছন্দ করে। আমি রিপ্লাই দিলাম," নিপার পড়ানো শেষ হোক।পরে আপনাকে বাসায় গিয়ে নক দিব।" ওপাশ থেকে রিপ্লাই আসলো ঠিক আছে ম্যাম।" এক মুহূর্তে ভয়, নিপার প্রতি রাগ সব চলে গেছে।সে আমার হবু ননদ।এখন থেকে আরও ভালো করে পড়াবো।বকবো না আর।ওকে ডাক দিয়ে বললাম আজকে তোমার মন খারাপ বুঝতে পারছি।আজকে আর পড়াবো না। রাতে পড়া কমপ্লিট করে রেখো মাই ডিয়ার ননদিনী।নিপা আমার দিকে তাকিয়ে বলছে,"কি বললেন ম্যাম??" এই রে! কি বলে ফেললাম!! " কিছু না আজকে আসি।" বলে চলে আসলাম বাসায়। কয়দিন খুব প্রেম চললো নিপার ভাই এর সাথে। এইদিকে নিপাকে কয়েকদিন ধরে দেখছি আমি পড়ানোর মাঝেই ফোনে কার সাথে যেন মেসেজ করছে আর হাসছে। ওকে জিজ্ঞেস করলাম, " কি ব্যাপার নিপা? হাসছো কেন?" ও কোনোরকম সংকোচ না করেই বলে দিলো," প্রেম করছি ম্যাম।" " কিহ? তোমার বাসায় জানে? বলে দিব? " নিপা হেসে হেসে বলছে," আপনি যে আমার ভাইয়ার সাথে প্রেম করেন সেটা বাসায় কেউ জানে? আমারটা জানলে আমিও আপনাদেরটা বাসায় জানাবো।" কি এক মসিবতে পড়ে গেলাম! আমি আর কিছু বললাম না।নিপার ভাই এর সাথে এতদিন শুধু মেসেজেই কথা হয়েছে।তাই আজকে কল দিলাম বিষয়টা জানানোর জন্য। দেখি নিপার ফোন বেজে উঠলো। "এ কি!! নিপা তোমার ভাইয়ার ফোন তোমার কাছে কেন??" " কে বলেছে এটা আমার ভাইয়ার ফোন? এটা আমারই ফোন ম্যাম।" বলেই খেকখেক করে হাসছে। আমি বললাম," মানে? তার মানে তুমিই?" জ্বি ম্যাম আমিই ভয় পেয়ে আপনার সাথে ভাইয়া হয়ে কথা বলেছি।আপনি যাতে বাসায় কিছু না বলেন আমার ব্যাপারে এই জন্য।" কিহ?? দাঁড়াও সব তোমার বাসায় জানাচ্ছি।" নিপা আরো বেশি হাসি দিয়ে বলছে," বলেন বলেন। আমিও বলবো আপনি কতটা বোকা! " আমি হাসির ভান করে বললাম "না থাক! আমরা আমরাই তো। প্রেম করো।শুধু পড়াটা কমপ্লিট করলেই হবে।" আমার আর কিছু বলার মুখ রইলো না।আজ কালকার পোলাপানগুলা এত্ত বিচ্ছু কেন!! ছ্যাঁকা খাইয়িয়ে দিলো একেবারে!
"সমাপ্ত"