চলে এলো বর্ণ ১.০.০.১৪ (উইন্ডোজ) এবং আমাদের সকল ফন্ট এর আপডেট!

 



চলে এলো বর্ণ ১.০.০.১৪ (উইন্ডোজ) এবং আমাদের সকল ফন্ট এর আপডেট!

আল হামদুলিল্লাহ আজ আমরা বর্ণ’র অ্যান্ড্রোয়েড ভার্সনের এর সঙ্গে উইন্ডোজ ভার্সন এবং ফন্টগুলোও আপডেট করেছি।
আপডেটটি বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।
চেঞ্জলগঃ
  • বর্ণ এনকোডিং (BE)আরোও উন্নত করা হয়েছে,
  • National BE, Probhat BE যুক্ত করা হয়েছে ফলে এখন থেকে জাতীয় এবং প্রভাত লেআউট দিয়ে বর্ণ এনকোডিং এ বাংলা লিখা যাবে।
  • বক্ররেখা ফন্ট যুক্ত করা হয়েছে।
  • ক্রস এনকোডিং কনভার্টার এবং ফোনেটিক টাইপিং ক্র্যাশ হবার বাগটি ফিক্স করা হয়েছে।
  • GUI ইঞ্জিন আপডেট করা হয়েছে।
  • ফোনেটিক টাইপিং উন্নত করা হয়েছে
  • UI তে কিছু পরিবর্তন আনা হয়েছে
  • সকল ফন্টের BE ব্লক আপডেট করা হয়েছে
  • রিপোর্টেড বাগস ফিক্স করা হয়েছে
  • পারফরমেন্স ইম্প্রুভমেন্টস রয়েছে
ফন্ট আপডেটঃ
  • বক্ররেখা ১.০.০.১: বর্ণ এনকোডিং এবং বোল্ড স্টাইল যুক্ত করা হয়েছে
  • বর্ণমালা ১.০.০.৩: ফন্ট স্টাইল আপডেট করা হয়েছে এবং BE ব্লক আপডেট করা হয়েছে
  • বর্ণপাতা ১.০.০.৪: ফন্ট স্টাইল আপডেট করা হয়েছে এবং BE ব্লক আপডেট করা হয়েছে
ডাউনলোডঃ
বক্ররেখাঃ https://codepotro.com/font/bokrorekha/
বর্ণমালাঃ https://codepotro.com/font/bornomala/
বর্ণপাতাঃ https://codepotro.com/font/bornopata/

আমাদের ডোনেশন এর মাধ্যমে সাপোর্ট করতে চাইলেঃ CODEPOTRO@GMAIL.COM অথবা SUPPORT@CODEPOTRO.COM এ মেইল করুন।

ধন্যবাদ

Post a Comment

Previous Post Next Post