লোগো ডিজাইন এর জন্য বেস্ট ১০ টি ফন্ট : ডাউনলোড লিংক সহ
একটি লোগো ডিজাইন এ ৫০% সাকসেস রেট ডিপেন্ড করে এর ফন্ট সিলেকশন এর উপর , এছাড়া আপনারা একটু লক্ষ করলেই দেখতে পারবেন অনেক অনেক ভাল ভাল ব্র্যান্ড তাদের ব্র্যান্ড আইডেন্টিটির জন্য শুধু মাত্র ফন্ট ই ব্যবহার করেছেন। সুতরাং একজন ভাল লোগো ডিজাইনার হিসেবে ভাল ফন্ট সিলেকশন অবশ্য কর্তব্য।
আমাদের পিসি তে হাজার হাজার ফন্ট থাকলেও দেখা যায় আমরা শুধুমাত্র বেশ কিছু স্পেসিফিক ফন্ট ইউজ করে থাকি লোগো ডিজাইন এর জন্য , এই পোস্ট এ আমি আপনাদের বহুল প্রচলিত বেস্ট কিছু ফন্ট এর সাজেস্ট করবো , আসা করি আপনাদের কিছুটা হেল্প হবে।
১. Nexa™
ডাউনলোড লিংক : https://www.dafontfree.io/nexa-font-free/
২. Poppins
ডাউনলোড লিংক : https://www.fontsquirrel.com/fonts/poppins
৩.Ubuntu
ডাউনলোড লিংক : https://www.fontsquirrel.com/fonts/ubuntu
৪.Gilroy
ডাউনলোড লিংক : https://www.dafontfree.io/gilroy-font-family/
৫.Proxima Nova
ডাউনলোড লিংক : https://www.dafontfree.io/proxima-nova-font-free/
৬.FF DIN®
ডাউনলোড লিংক : https://www.dafontfree.io/ff-din-font-family/
৭.Rubik ( রাউন্ডেড )
ডাউনলোড লিংক : https://www.fontsquirrel.com/fonts/rubik
৮.Montserrat
ডাউনলোড লিংক : https://www.fontsquirrel.com/fonts/montserrat
৯. Raleway
ডাউনলোড লিংক : https://www.fontsquirrel.com/fonts/raleway
১০.Bebas Neue
ডাউনলোড লিংক : https://fonts.google.com/specimen/Bebas+Neue
সবাইকে অনেক অনেক বেশি থ্যাংকস :)
চলুন ইনস্টাগ্রাম এ কানেক্টেড হয়ে থাকি : https://www.instagram.com/vect_plus/