গানঃ তোমাকে ছেড়ে আমি কী নিয়ে থাকব
শিল্পীঃ কনক চাঁপা
কথা ও সুরঃ আহমেদ ইমতিয়াজ বুলবুল
ছায়াছবিঃ মন মানে না
তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো?
মনটাকে সরিয়ে কোনখানে রাখবো?
তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো?
মনটাকে সরিয়ে কোনখানে রাখবো?
ও মন মানে না, মন মানে না।
মনটাকে সরিয়ে কোনখানে রাখবো?
তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো?
মনটাকে সরিয়ে কোনখানে রাখবো?
ও মন মানে না, মন মানে না।
মন মানে না, মন মানে না।
যেখানে চোখ মেলি, যেদিকে তাকাই,
সবখানেই তোমাকেই খুঁজে আমি পাই।
যেখানে চোখ মেলি, যেদিকে তাকাই,
সবখানেই তোমাকেই খুঁজে আমি পাই।
একা একা থেকে আমি বুঝেছি এখন,
তুমি নেই যে জীবনে সে হল মরন।
এএকা একা থেকে আমি বুঝেছি এখন,
তুমি নেই যে জীবনে সে হল মরন।
যেখানে চোখ মেলি, যেদিকে তাকাই,
সবখানেই তোমাকেই খুঁজে আমি পাই।
যেখানে চোখ মেলি, যেদিকে তাকাই,
সবখানেই তোমাকেই খুঁজে আমি পাই।
তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো?
মনটাকে সরিয়ে কোনখানে রাখবো?
ও মন মানে না, মন মানে না।
মনটাকে সরিয়ে কোনখানে রাখবো?
ও মন মানে না, মন মানে না।
মন মানে না, মন মানে না।
একা একা থেকে আমি বুঝেছি এখন,
তুমি নেই যে জীবনে সে হল মরন।
এএকা একা থেকে আমি বুঝেছি এখন,
তুমি নেই যে জীবনে সে হল মরন।
তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো?
মনটাকে সরিয়ে কোনখানে রাখবো?
ও মন মানে না, মন মানে না।
মনটাকে সরিয়ে কোনখানে রাখবো?
ও মন মানে না, মন মানে না।
মন মানে না, মন মানে না।
তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো?
মনটাকে সরিয়ে কোনখানে রাখবো?
ও মন মানে না, মন মানে না।
মনটাকে সরিয়ে কোনখানে রাখবো?
ও মন মানে না, মন মানে না।
মন মানে না, মন মানে না।
ও মন মানে না, মন মানে না।
মন মানে না, মন মানে না।