গানঃ শোনো চোখ বুজে
শিল্পীঃ শ্রীকান্ত আচার্য
অ্যালবামঃ বৃষ্টি তোমাকে দিলাম
সুরকারঃ শ্রীকান্ত আচার্য
গীতিকারঃ শ্রীকান্ত আচার্য
শোনো আমি চোখ বুজে এ রাতে-
শুধু তার কথাই বলতে চাই
পরী হয়ে মেঘ গুলো উড়ে গেলো তার কাছে
ছুটে চলা নীল নদীটাও বলছে যাই, বলেছে যাই
শোনো আমি চোখ বুজে এ রাতে-
শুধু তার কথাই বলতে চাই
একা একা দুরে মেঘে মেঘে ভাসে মন
কিছু তার ঝরে যায় বরষার কবিতায়
কিছু এই ঝরা গান কিছু এই জীবন
একে একে সব নদী ফিরে এলো তার কাছে
মনে মনে এই ছবি তাই দেখতে পাই, দেখতে পাই
শোনো আমি চোখ বুজে এ রাতে-
শুধু তার কথাই বলতে চাই
কিছু তার ঝরে যায় বরষার কবিতায়
কিছু এই ঝরা গান কিছু এই জীবন
একে একে সব নদী ফিরে এলো তার কাছে
মনে মনে এই ছবি তাই দেখতে পাই, দেখতে পাই
শোনো আমি চোখ বুজে এ রাতে-
শুধু তার কথাই বলতে চাই
যেতে যেতে পথে পথ কিছু দুরে যায়
পায়ে পায়ে পিছু টান রেখে যায় অভিমান
ঢেউ তোলে কিছু সুর শুধু তার কথায়
একে একে সব সুরই মিশে যাবে তার গানে
জানি জানি সেই সুরে গান গাইছি তাই, গাইছি তাই
শোনো আমি চোখ বুজে এ রাতে-
শুধু তার কথাই বলতে চাই
পরী হয়ে মেঘ গুলো উড়ে গেলো তার কাছে
ছুটে চলা নীল নদীটাও বলছে যাই, বলেছে যাই
শোনো আমি চোখ বুজে এ রাতে-
শুধু তার কথাই বলতে চাই
পায়ে পায়ে পিছু টান রেখে যায় অভিমান
ঢেউ তোলে কিছু সুর শুধু তার কথায়
একে একে সব সুরই মিশে যাবে তার গানে
জানি জানি সেই সুরে গান গাইছি তাই, গাইছি তাই
শোনো আমি চোখ বুজে এ রাতে-
শুধু তার কথাই বলতে চাই
পরী হয়ে মেঘ গুলো উড়ে গেলো তার কাছে
ছুটে চলা নীল নদীটাও বলছে যাই, বলেছে যাই
শোনো আমি চোখ বুজে এ রাতে-
শুধু তার কথাই বলতে চাই
Tags:
শ্রীকান্ত আচার্য্য