সেই তারা ভরা রাতে লিরিক্স - Sei Tara Vora Rate Lyrics


গানঃ সে তারা ভরা রাতে

শিল্পীঃ আইয়ুব বাচ্চু

ব্যান্ডঃ এলআরবি



সে তারা ভরা রাতে
আমি পারিনি বোঝাতে
তোমাকে আমার মনের ব্যাথা
তুমিতো বলেছ শুধু
তোমার সুখের কথা

আমি অনেক পথ ঘুরে
ক্ষয়ে ক্ষয়ে অন্ধকারে
তোমার পথের দেখা পেয়েছি
আর হৃদয়ের মাঝে
তোমায় কাছে আমি চেয়েছি
আজও হলোনা বলা
আমার না বলা কথা

আমি অনেক ব্যাথা সয়ে
ছল ছল চোখের জ্বলে
তোমার চলে যাওয়া দেখেছি
আর রাতেরও আঁধারে
মনের দুঃখে আমি কেঁদেছি
আজও হলোনা বলা
আমার না বলা কথা

Post a Comment

Previous Post Next Post