সেই রেল লাইনের ধারে লিরিক্স - Sei Rel Liner Dhare Lyrics



গানঃ সেই রেললাইনের ধারে

শিল্পীঃ সাবিনা ইয়াসমিন


সেই রেল লাইনের ধারে
মেঠো পথটার পাড়ে দাড়িয়ে
এক মধ্যবয়সী নারী
এখনো রয়েছে হাত বাড়িয়ে
খোকা ফিরবে,ঘরে ফিরবে
কবে ফিরবে,নাকি ফিরবে না ।

দৃষ্টি থেকে তার
বৃষ্টি গেছে কবে শুকিয়ে
সে তো অশ্রু মুছেনা আর
গোপনে আঁচলে মুখ লুকিয়ে
শুধু শূণ্যে চেয়ে থাকে
যেন আকাশের সীমা ছাড়িয়ে
খোকা ফিরবে,ঘরে ফিরবে
কবে ফিরবে,নাকি ফিরবে না ।

দস্যি ছেলে সেই
যুদ্ধে গেল ফিরলো না আর
আজো শূণ্য হৃদয়ে তার
গুমড়ে গুমড়ে যায় হাহাকার
খোকা আসবে,ঘরে আসবে
যেন মরণের সীমা ছাড়িয়ে
খোকা ফিরবে,ঘরে ফিরবে
কবে ফিরবে,নাকি ফিরবে না ।

Post a Comment

Previous Post Next Post