রমনার বটমূলে কথা হবে প্রাণ খুলে - এসো হে বৈশাখ - আসিফ - Romonar Botmule Kotha Hobe Pran Khule - Asif



গানঃ রমনার বটমূলে

শিল্পীঃ আসিফ আকবর



রমনার বটমূলে কথা হবে প্রান খুলে,
জানিয়ে দিলাম আমি তোমাকে।
এসো বাঙ্গালীর সাজে হাতে যেনো চুড়ি বাজে,
খোঁপায় যেনো বেলি ফুল থাকে।
দেখা হবে রে হবে, দেখা হবে রে হবে
দেখা হবেই হবে পহেলা বৈশাখে।
দেখা হবে রে হবে, দেখা হবে রে হবে
দেখা হবেই হবে পহেলা বৈশাখে।

রমনার বটমূলে কথা হবে প্রান খুলে
জানিয়ে দিলাম আমি তোমাকে।
এসো বাঙ্গালীর সাজে হাতে যেনো চুড়ি বাজে
খোঁপায় যেনো বেলি ফুল থাকে।
দেখা হবে রে হবে, দেখা হবে রে হবে
দেখা হবেই হবে পহেলা বৈশাখে।
দেখা হবে রে হবে, দেখা হবে রে হবে
দেখা হবেই হবে পহেলা বৈশাখে।

বাঁশি আর ঢোলে মুখরিত চারিদিক,
হাজার লোকের ভিড়ে খুঁজে নেবো ঠিক।
বাঁশি আর ঢোলে মুখরিত চারিদিক,
হাজার লোকের ভিড়ে খুঁজে নেবো ঠিক।
তোমার কাজল চোখে দেখবো অপলকে
পাগল করেছে কে এই আমাকে।
দেখা হবে রে হবে, দেখা হবে রে হবে
দেখা হবেই হবে পহেলা বৈশাখে।
দেখা হবে রে হবে, দেখা হবে রে হবে
দেখা হবেই হবে পহেলা বৈশাখে।

প্রথম সকাল থেকে একটা দুপুর,
বাজবে দু’টি মনে সুখের নূপুর।
প্রথম সকাল থেকে একটা দুপুর,
বাজবে দু’টি মনে সুখের নূপুর।
ছায়ানটের গানে খুঁজবো প্রেমের মানে
সাজিয়ে দু’জনার স্বপ্নটাকে।
দেখা হবে রে হবে, দেখা হবে রে হবে
দেখা হবেই হবে পহেলা বৈশাখে।
দেখা হবে রে হবে, দেখা হবে রে হবে
দেখা হবেই হবে পহেলা বৈশাখে।

রমনার বটমূলে কথা হবে প্রান খুলে,
জানিয়ে দিলাম আমি তোমাকে।
এসো বাঙ্গালীর সাজে হাতে যেনো চুড়ি বাজে,
খোঁপায় যেনো বেলি ফুল থাকে।
দেখা হবে রে হবে, দেখা হবে রে হবে
দেখা হবেই হবে পহেলা বৈশাখে।
দেখা হবে রে হবে, দেখা হবে রে হবে
দেখা হবেই হবে পহেলা বৈশাখে।
দেখা হবে রে হবে, দেখা হবে রে হবে
দেখা হবেই হবে পহেলা বৈশাখে।

Post a Comment

Previous Post Next Post