পড়াশোনায় জলাঞ্জলি ভেবে লিরিক্স - Porashonay Jolanjali Vebe Lyrics


শিরোনামঃ পড়াশোনায় জলাঞ্জলি

কথাঃ গৌতম চট্টোপাধ্যায়, তাপস দাস

সুরঃ গৌতম চট্টোপাধ্যায়, তাপস দাস

কন্ঠঃ লক্ষীছাড়া

ব্যান্ডঃ মহীনের ঘোড়াগুলি

অ্যালবামঃ আবার বছর কুড়ি পরে



পড়াশোনায় জলাঞ্জলি ভেবে মূর্খ বলছো কি
তোমরা বলছো আমাদের জীবনের চার আনাই
ফাঁকি

হে ষোল আনা থেকে যদি চার আনা যায়
হিসেব দাঁড়ায় এসে বারো আনায়

কিন্ত বারো আনাতে আমরা খুশী
আমাদের চাওয়ার চেয়ে অনেক বেশী
মানিনা মানবোনা
করছো ছি ছি ছি
তোমরা বলছো অবাধ্য জীবনের
আট আনাই ফাঁকি

হে ষোল আনা থেকে যদি আট আনা যায়
হিসেব দাঁড়ায় এসে সেই আট আনায়
কিন্ত আট আনাতে আমরা খুশী
আমাদের চাওয়ার চেয়ে অনেক বেশী

আমাদের পরকাল ঝরঝরে ভেবে দুঃখ করছ কি?
তোমরা বলছো এলোমেলো জীবনের
বার আনাই ফাঁকি

Post a Comment

Previous Post Next Post