পাবে সামান্যে কি তার দেখা লিরিক্স - Pabe Samanne Ki Tar Dekha Lyrics



গানঃ পাবে সামান্যে কি তার দেখা

শিল্পীঃ অংকন

কথা ও সুরঃ লালন শাহ


পাবে সামান্যে কি তার দেখা!
(ওরে) বেদে নাই যার রূপ-রেখা।।

কেউ বলে, পরম মিষ্টি
কারো না হইল দৃষ্টি ।।
বরাতে দুনিয়া সৃষ্টি ।।
তাই নিয়ে লেখাজোখা।
(ওরে) তাই নিয়ে লেখাজোখা।

নিরাকার ব্রহ্ম হয় সে
সদাই ফেরে অচিন দেশে ।।
দোসর তাই নাইকো পাশে ।।
ফেরে সে একা একা।
(ওরে) ফেরে সে একা একা।

কিঞ্চিৎ ধ্যানে মহাদেব,
সে তুলনা কি আর দেবো ।।
লালন বলে, গুরু ভাবো
যাবে রে মনের ধোঁকা।
(ওরে যাবে রে মনের ধোঁকা। )

Post a Comment

Previous Post Next Post