গানঃ নিজের চেয়েও অনেক বেশি
শিল্পীঃ মিনার ও ন্যান্সি
কথাঃ স্নেহাশীষ ঘোষ
সুরঃ ইমরান
নিজের চেয়েও অনেক বেশি
তোমাকে যে ভালোবাসি
ভালোবেসে যাবো এভাবেই ।
যদি প্রশ্ন কর আমায়
ভালোবাসি কেন তোমায় বলবো
এর উত্তর জানা নেই ।
ভালবাসতে লাগেনা কোন কারণ,
হটাৎ করে ভালোবেসে ফেলে এই মন ।
এ জীবনে তুমি আমার সেই জন
অকারনে যাকে ভালোবাসে মন,
এ জীবনে তুমি আমার সেই জন
অকারনে যাকে ভালোবাসে মন ।
ভালোলাগে যখন তুমি অনেক ভাল থাকো
মায়াবী ঐ মুখে এক চিলতে হাসি রেখো ,
এর চেয়ে সুখের কিছু নেই আমার কাছে
এর মাঝে বেঁচে থাকার অর্থ যে আছে ।
ভালবাসতে লাগেনা কোন কারণ,
হটাত করে ভালোবেসে ফেলে এই মন।
এ জীবনে তুমি আমার সেই জন
অকারনে যাকে ভালোবাসে মন।
এ জীবনে তুমি আমার সেই জন
অকারনে যাকে ভালোবাসে মন।
ভালোবেসে দেয়া নামে আমায় ডাকো যখন,
পরিপূর্ণ মনে হয় তখন এ জীবন ।
এর চেয়ে সুখের কিছু নেই আমার কাছে,
এর মাঝে বেঁচে থাকার অর্থ যে আছে।
ভালবাসতে লাগেনা কোন কারণ
হঠাত করে ভালোবেসে ফেলে এই মন ।
এ জীবনে তুমি আমার সেই জন
অকারনে যাকে ভালোবাসে মন।
অকারনে যাকে ভালোবাসে মন।
ভালোবেসে দেয়া নামে আমায় ডাকো যখন,
পরিপূর্ণ মনে হয় তখন এ জীবন ।
এর চেয়ে সুখের কিছু নেই আমার কাছে,
এর মাঝে বেঁচে থাকার অর্থ যে আছে।
ভালবাসতে লাগেনা কোন কারণ
হঠাত করে ভালোবেসে ফেলে এই মন ।
এ জীবনে তুমি আমার সেই জন
অকারনে যাকে ভালোবাসে মন।
এ জীবনে তুমি আমার সেই জন
অকারনে যাকে ভালোবাসে মন।
অকারনে যাকে ভালোবাসে মন।
Tags:
বাংলা গানের লিরিক্স