গানঃ মিষ্টি একটা গন্ধ
শিল্পীঃ মান্না দে
কেউ না জানি এসে
কারুকে না কয়ে
গেছে কি ঘুরে।।
এলোমেলো করে ছড়ানো ছিল যা
কার দু’টি হাত সাজিয়ে দিল তা
চিনি কি চিনি না
কার দু’টি হাত সাজিয়ে দিল তা
চিনি কি চিনি না
কোথায় সে থাকে
কাছে না দূরে।।
ফুলদানিটার বুক চিরে গেছে।
কী করে বলি
কেন রেখে গেছে
সদ্য ফোঁটানো পদ্মকলি।
পুরানো দ্বীপের কাজল মুছিয়ে
নতুন শিখাটি গেছে জ্বেলে দিয়ে।
কী পেয়ে হারালো
পুরানো দ্বীপের কাজল মুছিয়ে
নতুন শিখাটি গেছে জ্বেলে দিয়ে।
কী পেয়ে হারালো
নিশি হাওয়া তাই বহে দূরে।।
Tags:
মান্না দে