মায়াবন বিহারিণী - Mayabon Biharini



গানঃ মায়াবন বিহারিণী
গীতিকারঃ রবীন্দ্রনাথ ঠাকুর
শিল্পীঃ কিশোর কুমার ও মালা সিনহা
ছায়াছবিঃ লুকোচুরি


মায়াবন বিহারীনি হরিনী
গহন স্বপন সঞ্চারীনি
কেন তারে ধরিবারে করি পণ অকারণ
মায়াবন বিহারীনি
'থাক থাক নিজ মনে দূরেতে
আমি শুধু বাসরীর সুরেতে'
পরশ করিব ওর প্রাণমন অকারণ
মায়াবন বিহারীনি
চমকিবে ফাগুনেরও পবণে
বসিবে আকাশবানে শ্রবণে
চিত্ত আকুল হবে অনুক্ষন অকারণ
'দূর হতে আমি তারে সাধিব
গোপনে বিরহডোরে বাঁধিব'
বাঁধনবিহীন সে যে বাঁধন অকারণ
মায়াবন বিহারীনি হরিনী
গহন স্বপন সঞ্চারীনি
কেন তারে ধরিবারে করি পণ অকারণ
মায়াবন বিহারীনি

Post a Comment

Previous Post Next Post