লুটপাট হয়ে যাবে - Lutpat Hoye Jabe Song Lyrics




গানঃ লুটপাট হয়ে যাবে
শিল্পীঃ জেমস
অ্যালবামঃ দুখিনী দুঃখ করো না

চলতি পথে যাদুকর ভালবাসা
প্রেমিক ডাকাতের মত
তোমাকে ছিনিয়ে নেবে
মৌসুমী বাতাসে উড়ে যাবে ভালবাসা
হৃদয়ের চোরা পথে
তুমি হারিয়ে যাবে
তুমি লুটপাট হয়ে যাবে
তুমি চৌচির হয়ে যাবে
তুমি লুটপাট হয়ে যাবে
তুমি চৌচির হয়ে যাবে।

চোখের ইশারায়
ছোড়ে দেব সুতীখ্ন চুম্বন
তুমি দিশেহারা হয়ে যাবে
তুমি পথহারা হয়ে যাবে
অনন্ত আকাশে উড়ে যাবে ভালবাসা
অন্তরে মাঠে ঘাটে
তুমি সব বিকিয়ে দেবে।
এই চোখে তাকিও না
লুটপাট হয়ে যাবে
তুমি এই চোখে তাকিও না
লুটপাট হয়ে যাবে।

তর্জনী উঁচিয়ে
জ্বেলে দেব সবুজ আগুন
তুমি নজরবন্দী হয়ে যাবে
তুমি ঘুমহারা হয়ে যাবে
নিশাচর স্বপনে
আততায়ী ভালবাসা
ভবঘুরে এই মন
তোমাকে কাছে টেনে নেবে।
এই চোখে তাকিও না
লুটপাট হয়ে যাবে
এই চোখে তাকিও না
লুটপাট হয়ে যাবে।

এই চোখে তাকিও না
তুমি লুটপাট হয়ে যাবে
তুমি চৌচির হয়ে যাবে
তুমি লুটপাট হয়ে যাবে।

Post a Comment

Previous Post Next Post