গানঃ লিখলাম চিঠি
শিল্পীঃ জেমস
সুরঃ তাপস
অ্যালবামঃ বনের পাখি
লিখলাম চিঠি তোরই নামেত,
লিখলাম চিঠি রঙ্গিন খামে,
লিখলাম চিঠি ভালবাসার দামে |
দিলাম ধুয়ে আবেগ যত, দিলাম মনের হৃদয় ক্ষত,
দুঃখ থাকুক মনে |
আমি না হয় দেখবো খুলে
কান্না ভেজা এ মন,
তোমার কাছেই পাঠিয়ে দিলাম ভাললাগার
ক্ষন
যরে যা পাখি উড়ে যা বলে আয় তারে,
সে যেন ভোলেনা মোরে |
আমার আকাশ ছড়িয়ে মেঘে বৃষ্টি হয়ে ঝরে,
থাকেনা স্বপ্ন দূরে দূরে দুঃস্বপ্নের অগোচরে।
আমার কাছে থাকলো জমা
দুঃখ স্রোতের ঋণ,
ভালবাসা পাঠিয়ে দিলাম
রেখে দিও চিরদিন।
যারে যা পাখি ঊড়ে যা
বলে আয় তারে…….
সে যেন ভোলে না মোরে।
আধাঁর ঘেরা মৌণ রাতে তোমায় কাছে ডাকি,
স্মৃতির মায়া আঁকড়ে থাকে নির্ঘুম প্রিজাপতি।
আমি আছি থাকবো একা বিষন্ন শহরে….
তুমি থেকো সুখের ছোঁয়ায় ভালবাসায়…….
যারে যা পাখি ঊড়ে যা
বলে আয় তারে…….
সে যেন ভোলে না মোরে।