কী ছিলে আমার বলো না তুমি - Ki Chile Amar Lyrics




গানঃ কী ছিলে আমার

শিল্পীঃ মনি কিশোর

কথা ও সুরঃ মনি কিশোর

ছায়াছবিঃ কে অপরাধী



কি ছিলে আমার, বলনা তুমি?
আছিতো আগেরই মত এখনো আমি।
কি ছিলে আমার, বলনা তুমি?
আছিতো আগেরই মত এখনো আমি।
কি ছিলে আমার?

ভুলে কি গেছ তুমি বাসরেরই কথা,
আজো তা রয়েছে আমার স্মৃতিতে গাঁথা।
ভুলে কি গেছ তুমি বাসরেরই কথা,
আজো তা রয়েছে আমার স্মৃতিতে গাঁথা।
কি ছিলে আমার, বলনা তুমি?
আছিতো আগেরই মত এখনো আমি।
কি ছিলে আমার?

তুমি কি আগেরই মতো, এখনো হাসো?
তুমি কি তেমনি করে আমায় ভালবাসো?
তুমি কি আগেরই মতো, এখনো হাসো?
তুমি কি তেমনি করে আমায় ভালবাসো?
কি ছিলে আমার, বলনা তুমি?
আছিত আগেরই মত এখনো আমি।
কি ছিলে আমার, বলনা তুমি?
আছিতো আগেরই মত এখনো আমি।

Post a Comment

Previous Post Next Post