কী আশায় বাধি খেলাঘর লিরিক্স - Ki Ashay Badhi Khelaghor Lyrics



গানঃ কী আশায় বাধি খেলাঘর

শিল্পীঃ কিশোর কুমার

কথাঃ গৌরীপ্রসন্ন মজুমদার

ছায়াছবিঃ অমানুষ



কি আশায় বাঁধি খেলাঘর
বেদনার বালুচরে
নিয়তি আমার ভাগ্য লয়ে যে
নিশি দিন খেলা করে।।
হায় গো হৃদয় তবুও তোমার
আশা কেন যায় না
যতটুকু যায় কিছু তার পায় না
কিছু তার পায় না
কে জানে কেন যে আমার আকাশ
মেঘে মেঘে শুধু ভরে।।
প্রতিদিনই ওঠে নতুন সূর্য্য
প্রতিদিনই আসে ভোর
ওঠে না সূর্য্য আসে না সকাল
জীবন আঁধারে মোর।
পৃথিবী আমারে দিলো যে ফিরায়ে
সে যেন ডাকিয়া কয়
নাহি হেথা ঠাঁই, আমি তোর কেহ নয়
ক্লান্ত চরণ আকুল আঁধারে
পথ শুধু খুঁজে মরে।।
বেদনার বালুচরে

Post a Comment

Previous Post Next Post