গানঃ ঘুম
শিল্পীঃ মিনার ও তাহসান
কথা ও সুরঃ মিনার রহমান
ঘুম জড়ানো রাতটা ঘিরে
একলা জেগে রই
আর রোজ সকালে হাসতে থাকা
ফাগুন তুমি কই
কবে আবার আসবে বল দাঁড়িয়ে একা
সেও কি তুমি জানোনা
কবে আবার পড়বে মনে নাম না জানা
সেই সে পথের ঠিকানা
ঘুম জড়ানো পথটা ধরে হাঁটছি বহুদূর
আর ক্লান্ত চোখে ক্লান্তিগুলোর অবুঝ কোন সুর
ব্যস্ত শহর বদলে গেছে থমকে আছে সব
আর বদলে যাওয়া ভাবনাগুলোর নিরব কলরব
চার দেয়ালের হাতছানিতে মোহের ভাঙ্গাগড়া
আর রোজ বিকেলের সবটা জুড়ে স্মৃতির পিছুতাড়া
আনমনেতে প্রশ্নগুলোর অলস অভিমান
আর মরচে পড়া হারমনিকায় ভুলের জয়গান