এমন একটা তুমি চাই - ইমরান - Emon Ekta Tumi Chai - Imran



গানঃ এমন একটা তুমি চাই

শিল্পীঃ ইমরান মাহমুদুল



আমি এমন একটা তুমি চাই,
এমন একটা তুমি চাই।
যে তুমিতে আমি ছাড়া অন্য কেউ নাই।
আমি এমন একটা তুমি চাই,
এমন একটা তুমি চাই।
যে তুমিতে আমি ছাড়া অন্য কেউ নাই।
তুমি একবার বলো যদি,
আমি পাড়ি দেবো খরস্রোতা নদী।
তুমি একবার বলো যদি,
আমি পাড়ি দেবো খরস্রোতা নদী।
ভালোবাসা দেবো পুরোটা।
আমি এমন একটা তুমি চাই,
এমন একটা তুমি চাই।
যে তুমিতে আমি ছাড়া অন্য কেউ নাই।

আমি কত ছলে কৌশলে তোমায় ভালোবেসে যাই,
এতো করে চাই আমি বলো আর কিভাবে বোঝাই।
আমি কত ছলে কৌশলে তোমায় ভালোবেসে যাই,
এতো করে চাই আমি বলো আর কিভাবে বোঝাই।
তুমি একবার বলো যদি,
আমি পাড়ি দেবো খরস্রোতা নদী।
তুমি একবার বলো যদি,
আমি পাড়ি দেবো খরস্রোতা নদী।
ভালোবাসা দেবো পুরোটা।
আমি এমন একটা তুমি চাই,
এমন একটা তুমি চাই।
যে তুমিতে আমি ছাড়া অন্য কেউ নাই।

তুমি থাকো দূরে আড়ালে বোঝ না কেন যে আমায়,
কতশত বাহানা একটু পাওয়ার আশায়।
তুমি থাকো দূরে আড়ালে বোঝ না কেন যে আমায়,
কতশত বাহানা একটু পাওয়ার আশায়।
তুমি একবার বলো যদি,
আমি পাড়ি দেবো খরস্রোতা নদী।
তুমি একবার বলো যদি,
আমি পাড়ি দেবো খরস্রোতা নদী।
ভালোবাসা দেবো পুরোটা।
আমি এমন একটা তুমি চাই,
এমন একটা তুমি চাই।
যে তুমিতে আমি ছাড়া অন্য কেউ নাই।

Post a Comment

Previous Post Next Post