গানঃ একটাই তুমি
শিল্পীঃ তাহসান ও পূজা
কথাঃ সমেস্বর ওলি
সুরঃ সাজিদ সরকার
অবুঝ মনে ঠিকানা তুমি কি হবে ?
মুগ্ধ আমার প্রেমে জড়িয়ে রবে
মুখে বলো না ,
কে তোমার অনুভবে ?
আমার চোখের মাঝে,
তুমি যে কালো স্বপ্ন ভুবন জুড়ে,
তোমারই আলো
আমি তোমাকে বেসেছি কত ভালো
ও প্রিয়
তুমি আমার , তুমি আমার,
এ সুখে হবে যে মরণ
বেঁচে আছি এ পৃথিবীতে
একটাই তুমি যে কারণ
তুমি আমার , তুমি আমার,
এ সুখে হবে যে মরণ
বেঁচে আছি এ পৃথিবীতে
একটাই তুমি যে কারণ।
দুচোখে সাজানো ঘুম,
কেড়ে তো নিয়েছো,
রাতের মতো করে , কাছে রয়েছো
এ মনে রেখেছো হাত,
কি যে মায়াতে,
সুখের অনুভূতি ছোঁয়াতে ছোঁয়াতে
তুমি শুধু যে আমারই থেকো
ও প্রিয়
তুমি আমার , তুমি আমার,
এ সুখে হবে যে মরণ
বেঁচে আছি এ পৃথিবীতে,
একটাই তুমি যে কারণ
তুমি আমার , তুমি আমার,
এ সুখে হবে যে মরণ
বেঁচে আছি এ পৃথিবীতে,
একটাই তুমি যে কারণ।
অবুঝ মনে ঠিকানা তুমি কি হবে ?
মুগ্ধ আমার প্রেমে জড়িয়ে রবে
মুখে বলো না ,
কে তোমার অনুভবে ?
তুমি আমার , তুমি আমার
এ সুখে হবে যে মরণ
বেঁচে আছি এ পৃথিবীতে
একটাই তুমি যে কারণ
তুমি আমার , তুমি আমার
এ সুখে হবে যে মরণ,
তুমি আমার , তুমি আমার
এ সুখে হবে যে মরণ -
বেঁচে আছি এ পৃথিবীতে
একটাই তুমি যে কারণ।
Tags:
তাহসান