এক শহর ভালবাসা - তানজিব সারোয়ার - Ek Shohor Bhalobasa - Tanjib Sarowar



গানঃ এক শহর ভালবাসা

শিল্পীঃ তানজিব সারোয়ার

কথা ও সুরঃ তানজিব সারোয়ার



তোমার এলোমেলো চুলে
আমার সাদা মনে
হারিয়ে যেতে চাই
কোন হুড তোলা রিকশায়
এক মুঠো প্রেম এড়িয়ে।
আমার শূন্য পকেটে
হারাতে দ্বিধা নাই
অচেনা গলিতে
এক শহর ভালবাসা দিতে চাই।

এই নরম বিকেলে
মুখোমুখি দাড়িয়ে
শুধু বলতে ভয়
ভালোবাসাতে চাই
দ্বিধার আদরে।
আমি খুব সাধারন
সাদামাটা একজন
মরতে পারি
বাঁচতে শিখি
তা দ্বিধা ছাড়াই।

তোমার সাথে
এই পথটি যেন আজ শেষ না হয়
এমন করে
তোমার নরম হাতের ঐ ছোঁয়ায়
ইচ্ছে করে
জমা চায়ের কাপে বৃষ্টি নামুক
হোক সন্ধ্যা রাত
তবু এই সময় থেমে থাকুক
বুলিয়ে দাও রাঙিয়ে
ঐ মায়া যাদু হাতে
কি সুখ লাগে
এক শহর ভালবাসা দিতে চাই।

এই নরম বিকেলে
মুখোমুখি দাড়িয়ে
শুধু বলতে ভয়
ভালোবাসাতে চাই
দ্বিধার আদরে।
আমি খুব সাধারন
সাদামাটা একজন
মরতে পারি
বাঁচতে শিখি
তা দ্বিধা ছাড়াই।

তোমার এলোমেলো চুলে
আমার সাদা মনে
হারিয়ে যেতে চাই
কোন হুড তোলা রিকশায়।
এক মুঠো প্রেম এড়িয়ে
আমার শূন্য পকেটে
হারাতে দ্বিধা নাই
অচেনা গলিতে
এক শহর ভালবাসা দিতে চাই।

এই নরম বিকেলে
মুখোমুখি দাড়িয়ে
শুধু বলতে ভয়
ভালোবাসাতে চাই
দ্বিধার আদরে।
আমি খুব সাধারন
সাদামাটা একজন
মরতে পারি
বাঁচতে শিখি
তা দ্বিধা ছাড়াই।

এই নরম বিকেলে
মুখোমুখি দাড়িয়ে
শুধু বলতে ভয়
ভালোবাসাতে চাই
দ্বিধার আদরে।
আমি খুব সাধারন
সাদামাটা একজন
মরতে পারি
বাঁচতে শিখি
তা দ্বিধা ছাড়াই।।

Post a Comment

Previous Post Next Post