এই পৃথিবীর পরে কত ফুল ফোটে লিরিক্স - Ei Prithibir Pore Koto Ful Fote Lyrics



গানঃ এই পৃথিবীর পরে

শিল্পীঃ সাবিনা ইয়াসমিন

কথাঃ মোস্তাফিজুর রহমান

সুরঃ সত্য সাহা

ছায়াছবিঃ আলোর মিছিল



এই পৃথিবীর পরে
কত ফুল ফোটে আর ঝরে?
সে কথা কি কোনদিন
কখনো কারো মনে পড়ে।।

তবুও তো ফোটে ফুল
পাখি গান গায়।
ভাবেনা তো কেউ তারে
চায় কি না চায়।
ফুলের প্রাণে পাখির গানে
কত না আশা রয় অগোচরে।।

সারা নিশি জ্বলে কত
দীপ নিভে যায়
নিজেরে পোড়ায় ধূপ
গন্ধ বিলায়।

দীপের কথা ধূপের ব্যথা।
স্মরণ করো কোন অবসরে।।

Post a Comment

Previous Post Next Post