এই মনের মাঝে তুই যে একটা ঝড় - Ei Moner Majhe Tui Je Ekta Jhor



গানঃ ঝড়

শিল্পীঃ হাবিব ওয়াহিদ

কথাঃ সুহৃদ সুফিয়ান

সুরঃ হাবিব ওয়াহিদ



তুই যে কেন ভাবিস আমাকে পর
উতলা হৃদয় নগর
তাই ভালোবেসে একটা কিছু কর।
জমানো যতো কথা আছে এই বুকে
তোর গালে দিবো টুটে
এই মনের মাঝে তুই যে একটা ঝড়।

ফিরে যাস কেন এভাবে
কিছু কথা শুনে যা।
এই দুচোখের গভীরে
তোর স্বপ্ন বুনে যা।
আমি পারি না...
তোকে ভুলে থাকতে
পারি না কাছেও রাখিতে।
একা এলোমেলো দিন খুঁজে চলে রঙ্গিন আদর
চল যাই হারিয়ে হাত বাড়িয়ে
সুখে থাক দুটি অন্তর।
তুই যে কেন ভাবিস আমাকে পর
উতলা হৃদয় নগর
তাই ভালোবেসে একটা কিছু কর।
জমানো যতো কথা আছে এই বুকে
তোর গালে দিবো টুটে
এই মনের মাঝে তুই যে একটা ঝড়।

হয়ে যা তুই একটু রাজি
দ্বিধা কেন যে আর;
পৃথিবীকে জানিয়ে দেবো
তুই যে শুধু আমার।
ও একটি গোলাপ সাক্ষী রেখে
করেছি আমি পণ ও ও
ভালোবেসে রাঙ্গিয়ে দেবো
তোর দুরন্ত মন।
আমি চাই, তোকে চাই
মনে কতো উচাটন
তোরে কি করে বোঝাই
পুড়ে যাই, মরে যাই
এতো সহজে কি করে
তুই জড়ালি মায়ায়
এ আমায় বাঁচা দায়;
একা এলোমেলো দিন
খুঁজে চলি রঙ্গিন আদর
চল যাই হারিয়ে হাত বাড়িয়ে
সুখে থাক দুটি অন্তর।
তুই যে কেন ভাবিস আমাকে পর
উতলা হৃদয় নগর
তাই ভালোবেসে একটা কিছু কর
জমানো যতো কথা আছে এই বুকে
তোর গালে দিবো টুটে
এই মনের মাঝে তুই যে একটা ঝড়।

Post a Comment

Previous Post Next Post