গানঃ ঝড়
শিল্পীঃ হাবিব ওয়াহিদ
কথাঃ সুহৃদ সুফিয়ান
সুরঃ হাবিব ওয়াহিদ
তুই যে কেন ভাবিস আমাকে পর
উতলা হৃদয় নগর
তাই ভালোবেসে একটা কিছু কর।
জমানো যতো কথা আছে এই বুকে
তোর গালে দিবো টুটে
এই মনের মাঝে তুই যে একটা ঝড়।
ফিরে যাস কেন এভাবে
কিছু কথা শুনে যা।
এই দুচোখের গভীরে
তোর স্বপ্ন বুনে যা।
আমি পারি না...
তোকে ভুলে থাকতে
পারি না কাছেও রাখিতে।
একা এলোমেলো দিন খুঁজে চলে রঙ্গিন আদর
চল যাই হারিয়ে হাত বাড়িয়ে
সুখে থাক দুটি অন্তর।
তুই যে কেন ভাবিস আমাকে পর
উতলা হৃদয় নগর
তাই ভালোবেসে একটা কিছু কর।
জমানো যতো কথা আছে এই বুকে
তোর গালে দিবো টুটে
এই মনের মাঝে তুই যে একটা ঝড়।
হয়ে যা তুই একটু রাজি
দ্বিধা কেন যে আর;
পৃথিবীকে জানিয়ে দেবো
তুই যে শুধু আমার।
ও একটি গোলাপ সাক্ষী রেখে
করেছি আমি পণ ও ও
ভালোবেসে রাঙ্গিয়ে দেবো
তোর দুরন্ত মন।
আমি চাই, তোকে চাই
মনে কতো উচাটন
তোরে কি করে বোঝাই
পুড়ে যাই, মরে যাই
এতো সহজে কি করে
তুই জড়ালি মায়ায়
এ আমায় বাঁচা দায়;
একা এলোমেলো দিন
খুঁজে চলি রঙ্গিন আদর
চল যাই হারিয়ে হাত বাড়িয়ে
সুখে থাক দুটি অন্তর।
তুই যে কেন ভাবিস আমাকে পর
উতলা হৃদয় নগর
তাই ভালোবেসে একটা কিছু কর
জমানো যতো কথা আছে এই বুকে
তোর গালে দিবো টুটে
এই মনের মাঝে তুই যে একটা ঝড়।
Tags:
হাবিব ওয়াহিদ