গানঃ দেয়ালে দেয়ালে
শিল্পীঃ মিনার রহমান
কথাঃ রবিউল ইসলাম জীবন
সুরঃ মিনার রহমান
নাটকঃ তোমার আমার প্রেম
বলনা, কেন তুমি বহুদূর
কেন আমি একা, হৃদয়ে ভাঙচুর।
জানো না, তুমিহীনা এ আমার
স্বপ্ন মেঘে ঢাকা, নামে না রোদ্দুর (x2)
দেয়ালে দেয়ালে, খেয়ালে খেয়ালে,
হিসেবে বেহিসেবে তোমাকেই খুঁজি।
আড়ালে আড়ালে, কোথায় হারালে
ফিরে তুমি আর আসবেনা বুঝি।
কত রাত কেটে গেছে আঁধারে,
নেইতো ভোরের দেখা বোঝাবো কিভাবে ?
কত ঘুম মিশে গেছে অজানায়,
জানে শুধু দু'চোখ ভুল সে স্বভাবে।
দেয়ালে দেয়ালে, খেয়ালে খেয়ালে,
হিসেবে বেহিসেবে তোমাকেই খুঁজি।
আড়ালে আড়ালে, কোথায় হারালে
ফিরে তুমি আর আসবেনা বুঝি।
তবু আমি তোমার অপেক্ষায়,
দেখবো নতুন দিনের আলো।
বেঁচে থাকার আশ্রয় তুমি,
তোমাকেই শুধু বাসি ভালো।
দেয়ালে দেয়ালে, খেয়ালে খেয়ালে,
হিসেবে বেহিসেবে তোমাকেই খুঁজি।
আড়ালে আড়ালে, কোথায় হারালে
ফিরে তুমি আর আসবেনা বুঝি।
বলনা কেন তুমি বহুদূর,
কেন আমি একা হৃদয়ে ভাঙচুর।
জানো না তুমিহীনা এ আমার,
স্বপ্ন মেঘে ঢাকা নামে না রোদ্দুর।
Tags:
মিনার রহমান