চোখের জলে বাধলে তারে লিরিক্স - Chokher Jole Badhle Tare Lyrics


শিরোনামঃ আজব

কথা ও সুরঃ শাহ লালন ফকির

কন্ঠঃ তরুন

ব্যান্ডঃ দি ট্র্যাপ

অ্যালবামঃ ঠিকানা



চোখের জলে বাধঁলে তারে
যায় কি ভোলা হায়
অচিনপুরের অচিনপাখি উড়াল দিয়া যায়
মাটির দেহ মাটি হবে
মাটির বিছানায়
আরশিনগর কোথায় কেমন রইল অজানাই

তাই
আজব গলির আজব বাড়ি
আজব বাসিন্দা
তাই
আজব পাখির আজব খাঁচা
আজব রঙ্গিলারে আজব রঙ্গিলা

আমি কেন লালন হইলাম না
আমি কেন যোগী হইলাম না
আমি কেন রবি হইলাম না রে বন্ধু
আমি কেন দুখু হইলাম না

কে বা কারে রাখে মনে দুখেরও দিনে রে হায়
সুখের তরী দিলো পাড়ি বলো ক’জনায়
বিরহেরো অনলেতে পুড়িয়া অন্তরে
হারাইলাম আপন ঠিকানা স্বপ্ন বাসর

তাই
জটিল মনের জটিল পাশা জটিল মন্দিরা
তাই
জটিল দেবীর জটিল ভাষা
জটিল রঙ্গিলারে জটিল রঙ্গিলা
চোখের জলে বাধঁলে তাহারে

চোখের জলে বাধঁলে তারে
যায় কি ভোলা হায়
অচিনপুরের অচিনপাখি উড়াল দিয়া যায়
মাটির দেহ মাটি হবে
মাটির বিছানায়
আরশিনগর কোথায় কেমন রইল অজানাই

তাই
আজব গলির আজব বাড়ি
আজব বাসিন্দা
তাই
আজব পাখির আজব খাঁচা
আজব রঙ্গিলা রে আজব রঙ্গিলা

আমি কেন পাথর হইলাম না
আমি কেন গণক হইলাম না
আমি কেন গয়াল হইলাম না রে বন্ধু
আমি কেন বাউল হইলাম না

Post a Comment

Previous Post Next Post