চাতক বাঁচে কেমনে লিরিক্স - Chatok Bache Kemne Lyrics



গানঃ চাতক বাঁচে কেমনে

শিল্পীঃ শফি মন্ডল

কথা ও সুরঃ লালন শাহ


চাতক বাঁচে কেমনে
মেঘের বরিষণ বিনে।।
চাতক বাঁচে কেমনে
মেঘের বরিষণ বিনে।।

তুমি হে নব জলধর
চাতকিনী মল এবার
ঐ নামের ফল সুফল এবার
রাখ ভুবনে।।
চাতক বাঁচে কেমনে
মেঘের বরিষণ বিনে।।

তুমি দাতার শিরোমণি
আমি চাতক অভাগিনী
তোমাবিনে আর না জানি
রাখ চরণে।।
চাতক বাঁচে কেমনে
মেঘের বরিষণ বিনে।।

চাতক মলে যাবে জানা
ঐ নামের গৌরব রবেনা
জল দিয়ে কর সান্তনা
অবোধ লালনে।।
চাতক বাঁচে কেমনে
মেঘের বরিষণ বিনে।।

Post a Comment

Previous Post Next Post