গানঃ বলতে বলতে চলতে চলতে
শিল্পীঃ ইমরান
কথাঃ শফিক তুহিন
সুরঃ ইমরান
বলতে চেয়ে মনে হয়,
বলতে তবু দেয় না হৃদয়
কতটা তোমায় ভালোবাসি।
চলতে গিয়ে মনে হয়,
দূরত্ব কিছু নয়
তোমারি কাছেই ফিরে আসি।
তুমি তুমি তুমি শুধু এই মনের আনাচে কানাচে
সত্যি বলনা কেউ কি প্রেম হীনা কখনো বাঁচে?
তুমি তুমি তুমি শুধু এই মনের আনাচে কানাচে
সত্যি বলনা কেউ কি প্রেম হীনা কখনো বাঁচে?
বলতে চেয়ে মনে হয়,
বলতে তবু দেয় না হৃদয়
কতটা তোমায় ভালোবাসি।
মেঘের খামে আজ তোমার নামে,
উড়ো চিঠি পাঠিয়ে দিলাম;
পড়ে নিও তুমি মিলিয়ে নিও,
খুব যতনে তা লিখেছিলাম।
মেঘের খামে আজ তোমার নামে,
উড়ো চিঠি পাঠিয়ে দিলাম;
পড়ে নিও তুমি মিলিয়ে নিও,
খুব যতনে তা লিখেছিলাম।
ও চায় পেতে আরো মন,
পেয়েও এত কাছে।
বলতে চেয়ে মনে হয়,
বলতে তবু দেয় না হৃদয়
কতটা তোমায় ভালোবাসি।
মন অল্পতে প্রিয় গল্পতে,
কল্পনায় স্বপ্ন আঁকে;
ভুল ত্রুটি আবেগী খুঁনসুটি,
সারাক্ষন তোমায় ছুঁয়ে রাখে।
মন অল্পতে প্রিয় গল্পতে,
কল্পনায় স্বপ্ন আঁকে;
ভুল ত্রুটি আবেগী খুঁনসুটি,
সারাক্ষন তোমায় ছুঁয়ে রাখে।
ও চায় পেতে আরো মন,
পেয়েও এত কাছে।
বলতে চেয়ে মনে হয়,
বলতে তবু দেয় না হৃদয়
কতটা তোমায় ভালোবাসি।