বিমূর্ত এই রাত্রি আমার লিরিক্স - Bimurto Ei Ratri Amar Lyrics


গানঃ বিমূর্ত এই রাত্রি আমার

শিল্পীঃ আবিদা সুলতানা

ছায়াছবিঃ সীমানা পেরিয়ে

সুরকারঃ ভুপেন হাজারিকা

গীতিকারঃ শিব দাস বন্দোপাধ্যায়



বিমূর্ত এই রাত্রি আমার
মৌনতার সুতোয় বোনা
একটি রঙ্গিন চাদর।
সেই চাদরের ভাজে ভাজে
নি:শ্বাসেরই ছোঁয়া।
আছে ভালবাসা, আদর।

কামনার গোলাপ রাঙা
সুন্দর এই রাত্রিতে
নীরব মনের বর্ষা,
আনে শ্রাবণ, ভাদর।
সেই বরষায় ঝড়ো ঝরে
নি:শ্বাসেরই ছোঁয়া।
আছে ভালবাসা, আদর।

ঝরে পড়ে ফুলেরমত
মিষ্টি কথার প্রতিধ্বনি,
ছড়ায় আতর,
যেন ছড়ায় আতর।
পরিধিহীন শংকামুখি নির্মল অধর
কম্পন কাতর, কম্পন কাতর।

নিয়ম ভাঙ্গার নিয়ম এ যে,
নিয়ম ভাঙ্গার নিয়ম এ যে
থাক না বাধার পাথর।
কোমল আঘাত, প্রতি-আঘাত,
কোমল আঘাত, প্রতি-আঘাত,
রাত্রি নিথর কাতর।

দূরের আর্তনাদের নদীর
ক্রন্দন কোন ঘাটের
দূরের আর্তনাদের নদীর
ক্রন্দন কোন ঘাটের
ভ্রূক্ষেপ নেই, পেয়েছি আমি
আলিঙ্গনের সাগর।
সেই সাগরের স্রোতেই আছে
নি:শ্বাসেরই ছোঁয়া,
আছে ভালবাসা, আদর।

Post a Comment

Previous Post Next Post