গানঃ ব্যস্ততা
ব্যান্ডঃ সোলস
অ্যালবামঃ আজ দিন কাটুক গানে
গীতিকারঃ কবির বকুল
বছরঃ ১৯৯৫
ব্যস্ততা আমাকে দেয় না অবসর
তাই বলে ভেবো না আমায় স্বার্থপর
যেখানে যাই তুমি আছ মনের ভিতর
ব্যস্ততা আমাকে দেয় না অবসর
তাই বলে ভেবো না আমায় স্বার্থপর
তাই বলে ভেবো না আমায় স্বার্থপর
তোমার মনের কথা বুঝতে আমি
পারি নি হয়ত ভাবছো তুমি
ভালবাসার কথা বলি নি আজ
যেখানে যাই তুমি আছ মনের ভিতর
ব্যস্ততা আমাকে দেয় না অবসর
তাই বলে ভেবো না আমায় স্বার্থপর
তাই বলে ভেবো না আমায় স্বার্থপর
সুখের তুলি দিয়ে স্বপ্ন এঁকে
আমার চোখের নীলে দিয়েছি রেখে
আমার ভালবাসা নয়তো পাথর
যেখানে যাই তুমি আছ মনের ভিতর
ব্যস্ততা আমাকে দেয় না অবসর
তাই বলে ভেবো না আমায় স্বার্থপর
তাই বলে ভেবো না আমায় স্বার্থপর
যেখানে যাই তুমি আছ মনের ভিতর
ব্যস্ততা আমাকে দেয় না অবসর
তাই বলে ভেবো না আমায় স্বার্থপর
তাই বলে ভেবো না আমায় স্বার্থপর