বাঁশি তুই বাজিস নারে লিরিক্স - Bashi Tui Bajish Na Re Lyrics



গানঃ বাঁশি তুই বাজিস না রে

শিল্পীঃ পবন দাস বাউল

কথা ও সুরঃ পবন দাস বাউল



বাঁশী তুই বাজিস নারে
বাড়ে বুকের জ্বালা
কেমন করে বোঝাই তোরে
আমি যে অবলা
বাঁশী বাজিস নারে

বাঁশী তুই তোর সুরেতে গানের খেয়া
(ওরে) জলে ভাসা নাও
গুনগুনাগুন মনের আগুন
জলে নেভে না

ওপার বাঁশী বাজিস বাঁকা
এপার বসে কাঁদি একা গো
আমার মনের নদী ঢেউ খেলে যায়
হইল পরান কালা

বাঁশী তোর বাঁশের আগায়
জনম রে তোর
বিষে ভরা অন্তরে তোর
হাতে যদি পাইতাম তোরে (ও বাঁশী)
ভাঙিতাম এ কেল্লা

Post a Comment

Previous Post Next Post