বাড়লে বয়স সবাই মানুষ হয় কি লিরিক্স - Barle Boyos Sobai Manush Hoy Ki Lyrics



গানঃ বাড়লে বয়স সবাই মানুষ হয় কি

শিল্পীঃ গৌরব তফাদার

ব্যান্ডঃ মহিনের ঘোড়াগুলি


বাড়লে বয়স সবাই মানুষ হয় কি?
শুনলে কথা মানুষ চেনা যায় কি?
চেনা সহজ নয়, চিনতে লাগে ভয়!
বলি তায় মানুষ চেনা দায়!
হায়রে বলি তায় মানুষ চেনা দায়।

হাত বাড়লেই বন্ধু পাওয়া যায় না !
বাড়ালেই হাত বন্ধু সবাই হয় না!
বেড়িয়ে অনেক পথ নিলাম এই শপথ!
আমি না শত্রু হব তার!

হাসলে পরে রসিক সবাই হয় কি?
কান্না এলেই কান্তে পারা যায় কি?
হাসির নিচে কান্না, অনেক হল আর না!
মন খুলে হেসে যাবই তাই!
হাইরে মন খুলে হেসে যাব তাই !

Post a Comment

Previous Post Next Post