ছায়াছবিঃ অশ্রু দিয়ে লেখা
সুরকারঃ আলী হোসেন
গীতিকারঃ মোঃ মনিরুজ্জামান
অশ্রু দিয়ে লেখা এ গান
যেন ভুলে যেওনা।
একি বন্ধনে বাঁধা দু’জনে
এ বাঁধন খুলে যেওনা।।
যত সুর ছিল প্রাণে
সবই দিয়েছি তোমায়
বিনিময়ে তোমারে শুধু
চিরদিন যেন কাছে পায়।
মালা চন্দনে রাঙা এইক্ষণে
কখনো দূরে যেওনা।।
ওই ফুল বনে পাখি
আজ মন জুড়ে যেন গায়
এই হাত জড়ানো হাতে
চিরদিন যেন ওগো রয়।
মধু কুমকুমে, নব মৌসুমে,
কখনো ফেলে যেওনা।।