অশ্রু দিয়ে লেখা এ গান - Ashru Diye Lekha A Gan



শিল্পীঃ সাবিনা ইয়াসমিন
ছায়াছবিঃ অশ্রু দিয়ে লেখা
সুরকারঃ আলী হোসেন
গীতিকারঃ মোঃ মনিরুজ্জামান


অশ্রু দিয়ে লেখা এ গান
যেন ভুলে যেওনা।
একি বন্ধনে বাঁধা দু’জনে
এ বাঁধন খুলে যেওনা।।

যত সুর ছিল প্রাণে
সবই দিয়েছি তোমায়
বিনিময়ে তোমারে শুধু
চিরদিন যেন কাছে পায়।
মালা চন্দনে রাঙা এইক্ষণে
কখনো দূরে যেওনা।।

ওই ফুল বনে পাখি
আজ মন জুড়ে যেন গায়
এই হাত জড়ানো হাতে
চিরদিন যেন ওগো রয়।

মধু কুমকুমে, নব মৌসুমে,
কখনো ফেলে যেওনা।।

Post a Comment

Previous Post Next Post