আমি তো এমনই লিরিক্স - মিনার - Ami To Emoni Lyrics - Minar



গানঃ আমি তো এমনই

শিল্পীঃ মিনার রহমান

কথাঃ স্নেহাশীষ ঘোষ

সুরঃ মিনার রহমান



কথা দিয়ে হয়না রাখা,
মুছে দেই সব স্বপ্ন, আঁকা।
হয় যদিও ভুল শতেক,
ভালোবাসি তবু অনেক। - [ ২ বার ]
আমি যেন কেমনই,
আমি তো এমনই।
আমি যেন কেমনই,
আমি তো এমনই।

কথা দিয়ে হয়না রাখা,
মুছে দেই সব স্বপ্ন, আঁকা।
মায়ার জালে বাঁধা পড়ায়,
নিয়েছো যে আমায়, মেনে।
আমার চেয়ে বেশি তোমায়,
আর কে যে বলো, চেনে। - [ ২ বার ]
আমি যেন কেমনই,
আমি তো এমনই।
আমি যেন কেমনই,
আমি তো এমনই।

কথা দিয়ে হয়না রাখা,
মুছে দেই সব স্বপ্ন, আঁকা।
এখন থেকে আর হবে না,
এই খামখেয়ালীপনা।
না - না, এটা কথার কথা না,
নয় নতুন কোন বাহানা। - [ ২ বার ]
আমি যেন কেমনই,
আমি তো এমনই।
আমি যেন কেমনই,
আমি তো এমনই।

কথা দিয়ে হয়না রাখা,
মুছে দেই সব স্বপ্ন, আঁকা।
হয় যদিও ভুল শতেক,
ভালোবাসি তবু অনেক। - [ ২ বার ]
আমি যেন কেমনই,
আমি তো এমনই।
আমি যেন কেমনই,
আমি তো এমনই।

Post a Comment

Previous Post Next Post