আমি অপার হয়ে বসে আছি লিরিক্স - Ami Opar Hoye Bose Achi Lyrics



গানঃ আমি অপার হয়ে বসে আছি

শিল্পীঃ সালমা

কথা ও সুরঃ লালন শাহ



আমি অপার হয়ে বসে আছি
ও হে দয়াময়......
পারে লয়ে যাও আমায়,
পারে লয়ে যাও আমায়।

আমি একা রইলাম ঘাটে
ভানু সে বসিল পাটে-
আমি একা রইলাম ঘাটে
ভানু সে বসিল পাটে।
(আমি) তোমা বিনে ঘোর সংকটে
দয়াল তোমা বিনে ঘোর সংকটে,
না দেখি উপায়...
লয়ে যাও আমায়,
পারে লয়ে যাও আমায়।

নাই আমার ভজন-সাধন
চিরদিন কুপথে গমন-
নাই আমার ভজন-সাধন
চিরদিন কুপথে গমন।
নাম শুনেছি পতিত-পাবন
দয়াল নাম শুনেছি পতিত-পাবন।
তাইতে দিই দোহাই।
লয়ে যাও আমায়,
পারে লয়ে যাও আমায়।

অগতির না দিলে গতি
ঐ নামে রবে অখ্যাতি-
অগতির না দিলে গতি
ঐ নামে রবে অখ্যাতি।
ফকির লালন কয়, অকুলের পতি
ফকির লালন কয়, অকুলের পতি
কে বলবে তোমায়।
লয়ে যাও আমায়,
পারে লয়ে যাও আমায়।

আমি অপার হয়ে বসে আছি
ও হে দয়াময়......
লয়ে যাও আমায়,
পারে লয়ে যাও আমায়।

Post a Comment

Previous Post Next Post