আমি কী করিব রে প্রাণনাথ তুমি বিনে লিরিক্স - Ami Ki Koribo Re Pranonath Lyrics



গানঃ আমি কী করিব রে প্রাণনাথ

শিল্পীঃ ফকির শাহাবুদ্দীন

কথা ও সুরঃ শাহ আবদুল করিম



আমি কি করিবো রে প্রাননাথ
তুমি বিনে
আমার সোনার অঙ্গ পুড়ে অঙ্গার
হল দিনে-দিনে রে প্রাননাথ
তুমি বিনে
আসা যাওয়া সার হইয়াছে
নিয়তির বিধানে
জন্ম-জ্বরা যম-যাতনা
বাড়ে দিনে দিনে রে
প্রাননাথ তুমি বিনে
আমি কি করিবো রে প্রাননাথ তুমি বিনে
আশেক যারা জানেন তারা
মন দিয়া মন কিনে
প্রেম সাগরে বাইলে বড়শী
ধরে রসের মীনে রে
প্রাননাথ তুমি বিনে
আমি কি করিবো রে প্রাননাথ তুমি বিনে
চির অপরাধী আমি
বাঁধা আছি ঋণে
তোমার কাছে ক্ষমা চাহে
করিম দীনহীনে রে
প্রাণ নাথ তুমি বিনে
আমি কি করিবো রে প্রাননাথ তুমি বিনে
আমি কি করিবো রে প্রাননাথ
তুমি বিনে
আমার সোনার অঙ্গ পুড়ে অঙ্গার
হল দিনে-দিনে রে
প্রাননাথ তুমি বিনে

Post a Comment

Previous Post Next Post