গৃহলতা

আল মাহমুদ

 


ঈদের দিনে জিদ ধরি না আর

কানে আমার বাজে না সেই

মায়ের অলঙ্কার।

কেউ বলে না খাও

পাতের ভেতর ঠাণ্ডা হলো

কোর্মা ও পোলাও।

কোথায় যেন মন চলে যায়

মেঘের ওপর ভেসে

দুয়ার ধরে দাঁড়িয়ে আছে

মাতৃছায়া এসে।

ছায়া কেবল ছায়া

ছায়ার ভেতর বসত করে

চিরকালের মায়া।

মায়ার মোহে মুগ্ধ আমি

মায়ায় ডুবে থাকি

মায়ার ঘোরে বন্দী আমি

নিজকে বেঁধে রাখি॥

Post a Comment

Previous Post Next Post