প্রার্থী

সুকান্ত ভট্টাচার্য

 


হে সূর্য! শীতের সূর্য!

হিমশীতল সুদীর্ঘ রাত তোমার প্রতীক্ষায়

আমরা থাকি

যেমন প্রতিক্ষা করে থাকে কৃষকের চঞ্চল চোখ

ধানকাটা রোমাচ্ঞকর দিঙ্গুলির জন্যে।

হে সুর্য, তুমি তো জানো,

আমাদের গরম কাপড়ের কতো অভাব!

সারারাত খড়কুঠা জ্বালিয়ে

এক টুকরো কাপড় কান  ঢেকে,

কত কশটে আমরা শীত আটকাই!

সকালের এক টুকরো রোদ্দুর-

এক তুকরো সোনার চেয়েও মনে হয় দামি।

ঘর ছেড়ে আমরা এদিক ওদিক যাই-

এক টুকরো রোদ্দুরের তৃষ্ণায়।

হে সুর্য

তুমি আমদের স্যাঁতসেঁতে ভিজে ঘরে

উত্তাপ  আর আলো দিও,

আর উত্তাপ দিও

রাস্তার ধারের ঐ উলঙ্গ ছেলেটাকে।

হে সুর্য!

তুমি আমাদের উত্তাপ দিও-

শুনেছি, তুমি এক জ্বলন্ত অগ্নিপিন্ড,

তোমার কাছে উত্তাপ পেয়ে পেয়ে

একদিন হয়তো আমরা প্রত্যকেই

এক একটা জ্বলন্ত অগ্নিকান্ডে পরিণিত হব!

তারপর সেই উত্তাপে যখন পুড়বে আমাদের জড়তা,

তখন হয়তো গরম কাপড় ডেকে দিতে  পারব

রাস্তার ধারের ঐ উলঙ্গ ছেলেটা কে।

আজ কিন্তু আমরা তোমার অকৃপণ উত্তাপের প্রার্থী।।

Post a Comment

Previous Post Next Post