ঋতু-বর্ণন

আলাওল

 


প্রথমে বসন্ত ঋতু নবীন পল্লব।

দুই পক্ষ আগে পাছে মধ্যে সুমাধব॥

মলয়া সমীর হৈলা কামের পদাতি।

মুকুলিত কৈল তবে বৃক্ষ বনস্পতি॥

কুসুমিত কিংশুক সঘন বন লাল।

পুষ্পিত সুরঙ্গ মল্লি লবঙ্গ গুলাল॥

ভ্রমরের ঝঙ্কার কোকিল কলরব।

শুনিতে যুবক মনে জাগে অনুভব॥

নানা পুষ্প মালা গলে বড় হরষিত।

বিচিত্র বসন অঙ্গে চন্দন চর্চিত॥

নিদাঘ সমএ অতি প্রচণ্ড তপন।

রৌদ্র ত্রাসে রহে ছায়া চরণে সরণ॥

চন্দন চম্পক মাল্য মলয়া পবন।

সতত দম্পতি সঙ্গে ব্যাপিত মদন॥

পাবন সময় ঘন ঘন গরজিত।

নির্ভয়ে বরিষে জল চৌদিকে পূরিত॥

ঘোর শব্দে কৈলাসে মল্লার রাগ গাএ।

দাদুরী শিখীনি রব অতি মন ভাএ॥

কীটকুল রব পুনি ঝঙ্কারে ঝঙ্কারে।

শুনিতে যুবক চিত্ত হরষিত ডরে॥

আইল শারদ ঋতু নির্মল আকাশে।

দোলাএ চামর কেশ কুসুম বিকাশে॥

নবীন খঞ্জন দেখি বড়হি কৌতুক।

উপজিত যামিনী দম্পতি মনে সুখ॥

প্রবেশে হেমন্ত ঋতু শীত অতি যায়।

পুষ্প তুল্য তাম্বুল অধিক সুখ হয়॥

শীতের তরাসে রবি তুরিতে লুকাএ।

অতি দীর্ঘ সুখ নিশি পলকে পোহাএ॥

পুষ্প শয্যা ভেদ ভুলি বিচিত্র বসন।

উরে উরে এক হৈলে শীত নিবারণ॥

কাফুর কস্তুরী চুয়া যাবক সৌরভ।

দম্পতির চিত্তেত চেতন অনুভব॥

Post a Comment

Previous Post Next Post