রক্তে আমার অনাদি অস্থি

দিলওয়ার

 


পদ্মা তোমার যৌবন চাই

যমুনা তোমার প্রেম

সুরমা তোমার কাজল বুকের

পলিতে গলিত হেম।

পদ্মা যমুনা সুরমা মেঘনা

গঙ্গা কর্ণফুলী,

তোমাদের বুকে আমি নিরবধি

গণমানবের তুলি!

কত বিচিত্র জীবনের রং

চারদিকে করে খেলা,

মুগ্ধ মরণ বাঁকে বাঁকে ঘুরে

কাটায় মারণ বেলা!

রেখেছি আমার প্রাণ স্বপ্নকে

বঙ্গোপসাগরেই,

ভয়াল ঘূর্ণি সে আমার ক্রোধ

উপমা যে তার নেই!

এই ক্রোধ জ্বলে আমার স্বজন

গণমানবের বুকে

যখন বোঝাই প্রাণের জাহাজ

নরদানবের মুখে!

পদ্মা সুরমা মেঘনা যমুনা

অশেষ নদী ও ঢেউ

রক্তে আমার অনাদি অস্থি,

বিদেশে জানে না কেউ!

[সংক্ষেপিত]

Post a Comment

Previous Post Next Post