আকাশেও অল্প নীল - Akaseo Olpo Neel


গানঃ আকাশেও অল্প নীল
শিল্পীঃ আরজিৎ সিং

 

আকাশেও অল্প নীল

ভুল হতো অন্তমিল

একা একা রং-মিছিল, ছিলে না যখন

মুঠো ভরা মিথ্যেফোন

ফিরে আসা ডাকপিয়ন

মিছি মিছি মন কেমন, ছিলে না যখন

ভালোবাসা দিন কত টা রঙ্গিন

তা বুঝেছি তখন

আকাশেও অল্প নীল

ভুল হতো অন্তমিল

 

একা একা রং-মিছিল, ছিলে না যখন

মুঠো ভরা মিথ্যেফোন

ফিরে আসা ডাকপিয়ন

মিছি মিছি মন কেমন, ছিলে না যখন

ভালোবাসা দিন কত টা রঙ্গিন

তা বুঝেছি তখন

সারাদিন ঠিকানাহীন

ঘুরে ফিরি কে বেদুইন

লুকিয়ে ডানার ক্ষত

তুমি নেই তা ভাবলেই

ব্যথা এসে দাঁড়াবেই

উঁচু মিনারের মতো

 

শুকনো পাতা কাঁপত একা ডালে

গন্ধ খুঁজে ডুবেছি রুমালে

শুকনো পাতা কাঁপত একা ডালে

গন্ধ খুঁজে ডুবেছি রুমালে

কেমন ছিলাম বুঝি এখন

কেমন ছিলাম বুঝি এখন

আকাশেও অল্প নীল

ভুল হতো অন্তমিল

 

একা একা রং-মিছিল, ছিলে না যখন

মুঠো ভরা মিথ্যেফোন

ফিরে আসা ডাকপিয়ন

মিছি মিছি মন কেমন, ছিলে না যখন

ভালোবাসা দিন কত টা রঙ্গিন

তা বুঝেছি তখন

Post a Comment

Previous Post Next Post