বিষয়ঃ কম্পিউটার এর প্রয়োজনীয়তা। 



প্রেজেন্টেশন পোস্ট - ১৮

বিষয়ঃ কম্পিউটার এর প্রয়োজনীয়তা।

🎈🎈কম্পিউটার আমাদের সভ্য যুগকে আরেক ধাপ এগিয়ে নিয়ে গেছে। একটা মাউস ক্লিক করে এখন কত কাজ করে ফেলা যায় ঘরে বা অফিসে বসেই।

কম্পিউটারের বাংলা হলো হিসাব রক্ষক যন্ত্র কিন্তু শুধু কি হিসাব নিকাশ? গুরুত্বপূর্ণ তথ্য জমা রাখা। ডকুমেন্ট নিরাপদে রাখার হাজার কৌশল আছে কম্পিউটারে। 📂

🖌🖌গ্রাফিক্স ডিজাইন, লগো তৈরী, ব্যানার ডিজাইন পেইজ মেনেজমেন্ট, ওয়েভসাইট ডেভলাপ, HTML, আর্ট, যে কোনো ডিজাইন সফটওয়্যার ব্যবহার করে এখন এই গুরুত্বপূর্ণ কাজ গুলো সুন্দর ভাবে করা যায় একটী কম্পিউটার দিয়ে।

📍মাইক্রোসফট ওয়ার্ড হলো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ডকুমেন্ট তৈরির সফটওয়্যার। এখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ ফাইল রেডি করা যায়।
পাওয়ার পয়েন্ট দিয়ে প্রেজেন্টেশনের স্লাইড রেডি করতে হয়। 🗂

✨আধুনিক কম্পিউটারে ১০০ বিলিয়ন বিট তথ্য জমা করতে পারে। তাহলে বুঝা যাচ্ছে এটি কত শক্তিশালী৷

💥এছাড়াও একটি কম্পিউটার ইন্টারনেট সংযোগ সহ হয়ে উঠে একটা পাওয়ার প্যাক মেশিন। যেখানে মানুষের প্রয়োজনীয় সকল জিনিস অনেক সহজ করে দেয়। যেমনঃ গুগল, ইউটিউব, ফেসবুক নানান এপ এবং সফটওয়ার আছে।

ছবি ও ভিডিওগ্রাফি এডিটিং, ইভেন্ট প্ল্যান, গেমিং, 🎮 গান🎵 এবং ভিডিও🎥 দেখা আরো ব্যবহার আছে এই ছোট্ট যন্ত্রের৷

💸💸বর্তমান ই-কমার্স ব্যবস্থা গড়ে উঠেছে কম্পিউটার এবং ইন্টার পাওয়ারকে কাজে লাগিয়ে। দেশজুড়ে রয়েছে ফ্রি ল্যান্সার, আউট সোর্সার। যারা নিজের ঘরে বসে বাইরের মানুষের কাজ করে বৈদেশিক মুদ্রা অর্জন করছে।💸💸💷💶💵

পড়াশুনাও এখন কম্পিউটারে চলে। আন্তর্জাতিক অনেক ট্রেইনিং, কোর্স, বা বিশ্বমানে ক্লাস করা সম্ভব কম্পিউটারের মাধ্যমে। 📝📝

আসলে কম্পিউটারের প্রয়োজনীয়তা বলে শেষ করা যাবে না। ডিজিটাল জগৎ এখন কম্পিউটিং পাওয়ার নিয়ে আগাচ্ছে। 🌍

ধন্যবাদ৷

দোলা রহমান
নারায়ণগঞ্জ থেকে।



লেখকঃ Facebook 

Post a Comment

Previous Post Next Post