গানঃ মনে প্রেমের বাত্তি জ্বলে
Song: Mone Premer Batti Jole
শিল্পীঃ সৈয়দ আবদুল হাদী
সুরঃ আলম খান
কথাঃ মনিরুজ্জামান মনির
ছায়াছবিঃ প্রথম প্রেম
মন প্রেমের বাত্তি জ্বলে, বাত্তির নিচে অন্ধকার।
এই জীবনে চাইলাম যারে হইল না সে আমার।
মন প্রেমের বাত্তি জ্বলে, বাত্তির নিচে অন্ধকার।
এই জীবনে চাইলাম যারে হইল না সে আমার।
প্রেমে সৃষ্টি জগত সংসার, সৃষ্টি আদম হাওয়া,
সেই প্রেমেরই দেখা পাইলে হইত সবই পাওয়া।
প্রেমে সৃষ্টি জগত সংসার, সৃষ্টি আদম হাওয়া,
সেই প্রেমেরই দেখা পাইলে হইত সবই পাওয়া।
রে হইত সবই পাওয়া।
মন প্রেমের বাত্তি জ্বলে, বাত্তির নিচে অন্ধকার।
এই জীবনে চাইলাম যারে হইল না সে আমার।
প্রেমে স্বর্গ, প্রেমে নরক, প্রেমে বাচা-মরা,
প্রেম কইরো না দেহের সনে আত্মার সনে ছাড়া।
প্রেমে স্বর্গ, প্রেমে নরক, প্রেমে বাচা-মরা,
প্রেম কইরো না দেহের সনে আত্মার সনে ছাড়া।
রে আত্মার সনে ছাড়া।
মন প্রেমের বাত্তি জ্বলে, বাত্তির নিচে অন্ধকার।
এই জীবনে চাইলাম যারে হইল না সে আমার।
এই জীবনে চাইলাম যারে হইল না সে আমার।