একাত্তরের মা জননী - Ekattorer Ma Jononi Lyrics


গানঃ একাত্তরের মা জননী
Song: Ekattorer Ma Jononi
শিল্পীঃ আগুন ও রুনা লায়লা
কথা ও সুরঃ আহমেদ ইমতিয়াজ বুলবুল
ছায়াছবিঃ বিক্ষোভ


একাত্তরের মা জননী, কোথায় তোমার মুক্তিসেনার দল?
একাত্তরের মা জননী, কোথায় তোমার মুক্তিসেনার দল?
যারা অস্ত্র হাতে ধরেছিল,
মাগো, তোমার তরে মরেছিল,
ও মা, যাদের ভয়ে পালিয়েছিল শত্রুসেনার দল।
ও ও ও ও মা আ আ আ আ আ
একাত্তরের মা জননী, কোথায় তোমার মুক্তিসেনার দল?
একাত্তরের মা জননী, কোথায় তোমার মুক্তিসেনার দল?

আজও কেন তোমার বুকে জ্বলছে আগুন,
চলছে গুলি, মরছে মানুষ?
জবাব তোমায় দিতেই হবে মা গো,
জবাব তোমায় দিতেই হবে মা।
সন্ত্রাসীদের হাতে কেন জিম্মি তুমি,
স্বদেশ আমার, মাতৃভূমি?
জবাব তোমায় দিতেই হবে মা গো,
জবাব তোমায় দিতেই হবে মা।
কেন বিদ্যালয়ে ফুটছে বোমা?
এই কি পেলাম শিক্ষা ও মা?
লাঞ্চিত আজ শিক্ষা গুরু চোখে দুঃখের জল!
একাত্তরের মা জননী, কোথায় তোমার মুক্তিসেনার দল?
একাত্তরের মা জননী, কোথায় তোমার মুক্তিসেনার দল?

আজও কেন তোমার বুকে ঘুরছে তারা,
একাত্তরের দালাল যারা?
জবাব তোমায় দিতেই হবে মা গো,
জবাব তোমায় দিতেই হবে মা।
লাখো লাখো শহিদ কেন রক্ত দিল,
এই কি তাদের স্বপ্ন ছিল?
জবাব তোমায় দিতেই হবে মা গো,
জবাব তোমায় দিতেই হবে মা।
ও মা রক্তে ভেজা এই না মাটি,
জীবন দিয়ে রাখব খাটি।
শপথ নিলাম আজকে তরুণ ছাত্রছাত্রী দল।

একাত্তরের মা জননী, কোথায় তোমার মুক্তিসেনার দল?
একাত্তরের মা জননী, কোথায় তোমার মুক্তিসেনার দল?
যারা অস্ত্র হাতে ধরেছিল,
মাগো, তোমার তরে মরেছিল,
ও মা, যাদের ভয়ে পালিয়েছিল শত্রুসেনার দল।
ও ও ও ও মা আ আ আ আ আ
একাত্তরের মা জননী, কোথায় তোমার মুক্তিসেনার দল?
একাত্তরের মা জননী, কোথায় তোমার মুক্তিসেনার দল?

Post a Comment

Previous Post Next Post