গানঃ সব কথা বলে না হৃদয়
Title: Sob Kotha Bole Na Hridoy
কণ্ঠশিল্পীঃ রবি চোধুরী, দিনাতে জাহান মুন্নী ও আসিফ আকবর
ছবিঃ মেঘের কোলে রোদ
বলো না কেন ঐ আকাশ নেমে আসে সাগরের বুকে? [রবি চৌধুরী]
বলো না কেন ঐ ঝরনা নদী খোজে কীসেরই সুখে?
সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়, [দিনাতে জাহান মুন্নী]
ও সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়।
বলো না কেন ঐ আকাশ নেমে আসে সাগরের বুকে?
বলো না কেন ঐ ঝরনা নদী খোজে কীসেরই সুখে?
সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়, [আসিফ আকবর]
ও সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়।
পৃথিবীর পরে আর কোন পৃথিবী নেই তো, [রবি চৌধুরী]
যতদিন বাচি, রবো কাছাকাছি, তুমি আমি দুজনে এইতো।
পৃথিবীর পরে আর কোন পৃথিবী নেই তো, [দিনাতে জাহান মুন্নী]
যতদিন বাচি, রবো কাছাকাছি, তুমি আমি দুজনে এইতো।
বলো না কেন ঐ শিশির ঝরে পরে সবুজ ঘাসে? [আসিফ আকবর]
বলো না কেন ঐ চাঁদের পাশে শুধু তারা হাসে?
সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়, [দিনাতে জাহান মুন্নী]
ও সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়।
জীবনের পরে যদি কোন জীবন থাকতো! [আসিফ আকবর]
সেখানেও প্রিয়, মন জেনে নিও, পাশে পাশে তোমাকেই রাখতো।
জীবনের পরে যদি কোন জীবন থাকতো! [রবি চৌধুরী]
সেখানেও প্রিয়, মন জেনে নিও, পাশে পাশে তোমাকেই রাখতো।
বলো না কেন ওই চোখের পাতা জুড়ে স্বপ্ন হাসে? [দিনাতে জাহান মুন্নী]
বলো না কেন ওই অন্তর চুপি চুপি ভালবাসে?
সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়, [আসিফ আকবর]
ও সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়।
বলো না কেন ঐ আকাশ নেমে আসে সাগরের বুকে? [রবি চৌধুরী]
বলো না কেন ঐ ঝরনা নদী খোজে কীসেরই সুখে? [দিনাতে জাহান মুন্নী]
সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়, [আসিফ আকবর]
ও সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়।