তুমি আমার কত চেনা


তুমি আমার কত চেনা
Title: Tumi Amar Koto Chena
ছবিঃ দোলনা
শিল্পীঃ এন্ড্রুকেশর সাবিনা ইয়াসমিন



তুমি আমার কত চেনা সে কি জানো না?
এই জীবনের আশা তুমি, তুমি যে ঠিকানা।

তুমি আমার কত চেনা সে কি জানো না?
এই জীবনের আশা তুমি, তুমি যে ঠিকানা।

ভালবাসা কারে যে বলে?
ভালবেসে তুমি শেখালে।
এত কাছে এলে গো যেন,
হৃদয়ে লুকিয়ে গেলে।

ভালবাসা কারে যে বলে?
ভালবেসে তুমি শেখালে।
এত কাছে এলে গো যেন,
হৃদয়ে লুকিয়ে গেলে।
তুমি আমার কত চেনা সে কি জানো না?
এই জীবনের আশা তুমি, তুমি যে ঠিকানা।

আমি শুধু তোমাকে পেতে,
এসেছি গো এই জগতে।
বেধে নেব ভাগ্য আমার,
বন্ধু তোমারই সাথে।

আমি শুধু তোমাকে পেতে,
এসেছি গো এই জগতে।
বেধে নেব ভাগ্য আমার,
বন্ধু তোমারই সাথে।
তুমি আমার কত চেনা সে কি জানো না?
এই জীবনের আশা তুমি, তুমি যে ঠিকানা।

তুমি আমার কত চেনা সে কি জানো না?
এই জীবনের আশা তুমি, তুমি যে ঠিকানা।

Post a Comment

Previous Post Next Post