গানঃ একটা প্রেম দরকার
Title: Ekta Prem Dorkar
কণ্ঠশিল্পীঃ আসিফ আকবর
কথাঃ সুদীপ কুমার দীপ
মাননীয় সরকার।
একটা প্রেম দরকার,
মাননীয় সরকার।
গনতান্ত্রিক রাষ্ট্র বলে কথা,
আর পাঁচটা ছেলে,
দশটা মেয়ে পেলে,
আমার কেন থাকবে ব্যাকুলতা?
এদিক সেদিক ডেটিং,
ফাস্ট দেবো সেটিং,
অপেক্ষাতেই দিন গুনে যাই,
সব দেখে দুটি চোখে,
কাঁদছি একা শোকে,
আমার তবে বরাতে কি নাই?
একটা প্রেম দরকার,
মাননীয় সরকার।।
একটা মেয়ে দরকার,
বুঝলেন নাকি সরকার?
আঙ্গুল ধরে থাকবে সকাল দুপুর,
পায়ে পায়ে হাটবে,
ঠুকোঠুকি কাটবে,
ঘরের বুকে বাজবে চুড়ি নুপুর।
বলবে শুধু আমায়,
এই প্রেম কে থামায়?
চলো গিয়ে বিয়ে করে ফেলি,
আমি বলবো না না,
এ সব করতে মানা,
আকাশ দেখতে চলো দুচোখ মেলি।
একটা প্রেম দরকার,
মাননীয় সরকার।।
একটা সখি দরকার,
বুঝলেন নি সরকার?
দিন গেলেও রাত তো যাচ্ছে না,
একাকি এ জেলে,
আসল সুখ কি মেলে?
মন তো আর মানতে পারছে না।
পেনশন টেনশন শেষে,
যৌবন গেল এসে,
এবার একটু ভেবে দেখলে পারেন,
ছল চাতুরি বাদ,
আমার বড্ড সাধ,
না পারলে নিজেই গদি ছাড়েন।
একটা প্রেম দরকার,
মাননীয় সরকার।
একটা মেয়ে দরকার,
বুঝলেন নাকি সরকার।
একটা প্রেম দরকার,
মাননীয় সরকার।